সবার পিসিকে অটোরান ভাইরাস থেকে মুক্ত রাখার ১০০০% গ্যারান্টি



আপনারা কেমন আছেন? সম্ভবত আল্লাহর রহমতে মতে মনে হয় সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ করুনায় আমি কিন্তু ভালই আছি। ভাই আমি প্রথমেই বলে রাখছি, এই পোষ্টে যদি কোন ভূল-ত্রূটি থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ক্ষমাই মহত্বের লক্ষণ।

এখন আমি যে পোষ্টটি করতে যাচ্ছি তা হল USB Disk security সম্পর্কিত। পিসিকে অটোরান ভাইরাস
থেকে মুক্ত রাখার জন্য এটি একটি সর্বজন স্বীকৃত আদর্শ সফটওয়্যার। এটির আবার কোন আপডেটরও প্রয়োজন হয় না। তাই যাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নেই তাদের জন্য এটি অনেক সুবিধার। আমার কাছে এটির একটি কপি নেম ও সিরিয়াল সহই আছে। তাই ভাবলাম এই গুরুত্বপূর্ণ সফটটি সকলের সাথেই শেয়ার করি। আর এলক্ষেই আমার এই পোষ্ট।


এটি ব্যবহারে যে সকল সুবিধা পাবেন:
Key features:
1. USB Disk Security provides 100% protection against any threats via USB drive, however, the majority of other products are unable even to guarantee 90% protection.
2. USB Disk Security is the best antivirus software to permanently protect offline computer without the need for signature updates, but other antivirus software should update signature database regularly, and they cannot effectively protect offline computer.
3. This light and easy to use solution is 100% compatible with all software and doesn’t slow down your computer at all.
4. You pay USB Disk Security once and get it all, however, other antivirus products should be paid for updates every year.

আজীবন লাইসেন্স করা এই সফটটি যদি প্রয়োজন মনে করেন তাহলে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।


ডাউনলোড হয়েগেলে এখন আর দশটি সফটটের মতই এটিকে সেটআপ করে নিন। সেটআপ হওয়ার সাথে সাথেই এটি নিজেই ওপেন হবে। দেখবেন যে আপনার কম্পিউটারের নিচের Task bar এর ডান কোনায় লাল তীরের মত একটি নতুন আইকন এসেছে।
এটির রেজি: করতে হবে। তাই রেজি: করার জন্য নাম ও সিরিয়াল ডাউনলোড করতে হবে। নিচের লিংক দুটিতে ক্লিক করে নেম ও সিরিয়াল ডাউনলোড করে নিন।


ডাউনলোড হয়ে গেলে আপনার কম্পিউটারের নিচের Task bar এর ডান কোনায় USB Disk security ( লাল তীরের মত) এর আইকনে ডাবল ক্লিক করুন। এটির মেইন মেনুর উইন্ডো ওপেন হবে। এখন ওপেন হওয়া সফটওয়্যারটির উপর বাম দিকের Information এ ক্লিক করুন। এখন নিচের দিকের Register বাটনে ক্লিক করলেই Name এবং Licence Code চাইবে। সুতরাং আপনার ডাউনলোড করা নেমটি কপি করে নেমের ঘরে এবং serial টি Licence Code এর ঘরে কপি করে পেষ্ট করে দিয়ে Ok তে চাপুন।
এখন পিসিকে রিষ্টার্ট দিন বা রিষ্টার্ট দিতে না চাইলে, কম্পিউটারের নিচের Task bar এর ডান কোনায় USB Disk security ( লাল তীরের মত) এর আইকনে রাইট বাটন ক্লিক করে Exit এ ক্লিক করুন। তার পর ডেক্সটপের শর্টকাটে ডাবল ক্লিক করে নতুন করে ওপেন করুন।
হয়ে গেল আপনার ইনিষ্টালেশন ও রেজিষ্ট্রেশন।

1 comments:

  • Manowar Hossain says:
    June 7, 2012 at 10:18 PM

    অনেক ধন্যবাদ এই কালেকশনটি আমার ছিল কিন্তু সিরিয়াল কি ছিল না।

Post a Comment