আজ আমি যে ছোট্র সফটটি দিব তাসম্পর্কে আগে কি কেউ কোন পোষ্ট করেছেন কিনা
আমি জানি না। তবে এই সফটটি আমি অনোক দিন থেকেই খুজছি। গতকাল পোয়েও গেলাম।
সফটওয়্যারটির কাজ হচ্ছে সে আপনার বর্তমান বয়স বলে দিতে সক্ষম। আপনি শুধু
আপনার জন্ম তারিখটি লিখে দিবেন।
ভাবলাম
এত মজার জিনিসটি সকল শুভাকাঙ্খীদের সাথে শেয়ার করা
যাক। যাদের কাছে এটি নেই তারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন। কারণ
অনেক সময় অনেক রকমের ফরম পূরণ করতে গেলে
বর্তমান বয়স চায়। তখন কি যে
সমস্যা হয়। সেই ছোট বেলায় দিন, মাস, বছর এর অংক করেছি। এখন কি আর মনে
আছে? তাই এই সফটটি ঐ মুহূর্তে একটি দারুন কাজে আসে।
তাই কথা না বাড়িয়ে প্রয়োজন মনে করলে ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন।
nice