কেমন আছেন সবাই? আসা করছি ভালো আছেন। আমি বরাবরি বিভিন্য জনের লিখা নিয়ে
পোস্টিং করে থাকি মাঝে মাঝে নিজে কিছু জেনে থাকলেও শেয়ার করি। আসা করি
সবাই উপকার পাবেন। আজকে আমি ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য কিছু টিপস
দিচ্ছি। আশা করি কাজে লাগবে। এই লিখাটি সামি ভাইয়ের। ধন্যবাদ সামি ভাইকে।
১. Start >Run এ গিয়ে লিখুন gpedit.msc। তারপর Entar চাপুন।
২. Asministrative Templates এর পাশে (+) এ ক্লিক করে Expand করুন।
৩. তারপর Netwark এর পাশে (+) এ ক্লিক করে Expand করুন।
৪. QoS Packet Scheduler এ একবার লেফট ক্লিক করুন।
৫. তারপর Limit Reservable Bandwith এ ক্লিক করুন। এবং Enabled Box এ মার্ক করুন।
৬. তারপর Bandwith Limit % to 0 % এ পরিবর্তন করুন। (আগে may be 20 দেওয়া থাকে)
তারপর Apply এ ক্লিক করুন এবং PC রিস্টার্ট করুন।
তারপর Apply এ ক্লিক করুন এবং PC রিস্টার্ট করুন।
**আশা করি এই কাজটি করলে আপনার PC এর ইন্টানেট গতি ২০% বৃদ্ধি
পাবে।(শুধুমাত্র Windows XP Professional যারা ব্যবহার করেন তাদের জন্য
প্রযোজ্য। অন্যরা এটি করবেন না। হিতে বিপরীত হতে পারে।)**
২. Windows XP এর Automatic Update বন্ধ করে দিন।
Windows Vista/7:
১.Windows Vista/7 এ Auto Update default হিসেবে দেওয়া থাকে। এটা disable করে দিলে গতি বেশ বৃদ্ধি পায়।
এ জন্য Windows 7 এ Control Panel > All Control Panel Items >
Windows Update > Change Settings এ যান। সেখানে Important Updates এ
Install Update Automatically থেকে Never check for updates এ পরিবর্তন
করুন।তারপর Give me recommended updates the same way I receive important
updates এবং Allow all users to install updates on this computer দুইটি
Option থেকে টিক মার্ক উঠিয়ে দিন। তারপর Ok করে বের হয়ে আসুন।
(দুঃখিত Windows Vista এর টা আমি দিতে পারছি না। কারন আমি Windows 7 ব্যবহার করি)
২.নিচের পদ্ধতিতে আপনার Browser এর speed বৃদ্ধি করা সম্ভব।
আপনি যদি Firefox ব্যবহার করেন তাহলে নিচের পদ্ধতিতে Speed বাড়ান……….
প্রথমে Firefox এর address bar এ গিয়ে লিখুন about:config তারপর এন্টার করুন। কোনো Warning আসলে ignore করুন। তারপর filter বক্স এ টাইপ করুন network তারপর নিচে নেমে network.http.pipelining এ গিয়ে Modify করে TRUE সেট করুন। এবং network.http.pipelining.maxrequests এ গিয়ে তা 4 থেকে 8 এ সেট করুন। তারপর বের হয়ে আসুন। এবার Firefox রিস্টার্ট করে দেখুন গতি বেশ বৃদ্ধি পেয়েছে।
আপনি যদি Firefox ব্যবহার করেন তাহলে নিচের পদ্ধতিতে Speed বাড়ান……….
প্রথমে Firefox এর address bar এ গিয়ে লিখুন about:config তারপর এন্টার করুন। কোনো Warning আসলে ignore করুন। তারপর filter বক্স এ টাইপ করুন network তারপর নিচে নেমে network.http.pipelining এ গিয়ে Modify করে TRUE সেট করুন। এবং network.http.pipelining.maxrequests এ গিয়ে তা 4 থেকে 8 এ সেট করুন। তারপর বের হয়ে আসুন। এবার Firefox রিস্টার্ট করে দেখুন গতি বেশ বৃদ্ধি পেয়েছে।
**(এটা খুব সম্ভবত Windows XP এর ক্ষেত্রেও প্রযোজ্য। চেষ্টা করে দেখতে পারেন)**
৩. Run এ গিয়ে লিখুন regedit। তারপর HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Dnscache\Parameters
এ যান। তারপর পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে New > DWORD(32-bit) Value সিলেক্ট করুন। তারপর যে নতুন ভ্যালু আসবে তাকে CacheHashTableBucketSize এ Rename করুন। এভাবে আরো ৩টি value add করুন এবং তাদের নাম দিন CacheHashTableSize, MaxCacheEntryTtlLimit এবং MaxSOACacheEntryTtlLimit । তারপর modify করে নিচের Data Value গুলো সেট করুন।
এ যান। তারপর পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে New > DWORD(32-bit) Value সিলেক্ট করুন। তারপর যে নতুন ভ্যালু আসবে তাকে CacheHashTableBucketSize এ Rename করুন। এভাবে আরো ৩টি value add করুন এবং তাদের নাম দিন CacheHashTableSize, MaxCacheEntryTtlLimit এবং MaxSOACacheEntryTtlLimit । তারপর modify করে নিচের Data Value গুলো সেট করুন।
CacheHashTableBucketSize > 1 ;CacheHashTableSize > 384 ;
MaxCacheEntryTtlLimit > 64000 ; MaxSOACacheEntryTtlLimit > 301
অবশ্যই value গুলো decimal এককে বসাবেন।
**এটা শুধু Windows Vista এর জন্য প্রযোজ্য। আর আমি এটি পরীক্ষা করি নাই। তাই সবাই নিজ দায়িত্বে Edit করবেন।**
সাধারন টিপসঃ
১.আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব স্লো থাকে তাহলে Browser এর Option এ গিয়ে Image Load করা বন্ধ করে দিন।
যেমনঃ Firefox এর ক্ষেত্রে Option > Content এ গিয়ে Load images automatically এর টিক চিহ্ন উঠিয়ে দিন।
যেমনঃ Firefox এর ক্ষেত্রে Option > Content এ গিয়ে Load images automatically এর টিক চিহ্ন উঠিয়ে দিন।
২.সবসময় history, catch ও cookies ডিলিট করুন। তবে খুব জরুরী website গুলি Favourites এ রাখতে পারেন।
৩. Browser এর homepage www.google.com এ রাখবেন। তবে Firefox এ ডিফাল্ট
হিসেবে
http://en-US.start3.mozilla.com/firefox?client=firefox-a&rls=org.mozilla:en-USfficial দেওয়া থাকে। এটা পরিবর্তন না করাই ভালো।
৪.Browser গুলির জন্য প্রচুর Add-on পাওয়া যায়। খুব জরুরী না হলে এগুলি Use না করাই ভালো।
৫.Browser এ theme ব্যবহার করবেন না। কারন এটা Browser কে স্লো করে দেয়।
৬.ডিফাল্ট browser বার বার পরিবর্তন করবেন না। আর এক browser এর History বা Bookmarks অন্য browser এ Import না করাই ভালো।
৭.কিছু software এর সাহায্যে আপনি আপনার ইন্টারনেট speed পরিমাপ করতে
পারেন। DU Meter তেমনি একটি software. আপনি ইচ্ছা করলে নিচের লিঙ্ক থেকে
নামিয়ে এটি ব্যবহার করতে পারেন। এটি মাত্র ২ মেগাবাইট। আর এটি আপনার
ইন্টারনেটের গতির উপরও কোন প্রভাব ফেলে না।
৮.খুব ভালো এন্টিভাইরাস সফটওয়ার ব্যবহার করবেন। আমার মতে ইন্টারনেট এর
জন্য Norton Internet Security সবচেয়ে ভালো। তারপর Avast ব্যবহার করে
দেখতে পারেন। ((কখনই দুইটি Antivirus একসাথে ব্যবহার করবেন না। আপনার
System Crash করতে পারে))
0 comments:
Post a Comment