চট্টগ্রামের ভাষা শিখুন পর্ব ১


 

১ম ধাপ:

সাধারণ কথোপকথন…….
(এখানে তুই/নি ব্যবহার করা হবে বন্ধুদের জন্য আর অনে/তুঁই/না ব্যবহার হয় বড়দের ক্ষেত্রে এবং চন্দ্রবিন্দু দেখলে মনে করতে হবে সেটা বড়জনদের ক্ষেত্রে এবং সাধারণ মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ ছোটদের ক্ষেত্রে এবং বন্ধুদের ক্ষেত্রে চন্দ্রবিন্দু থাকে না)

*আমি=আঁই
*আমরা=আঁরা
*তুমি=তুঁই/তুই
*তোমরা=তোঁয়ার/তোরা
*আপনি=অনে
*যাব=যায়ুম
*খাব=হায়ুম
*কোথায়=হডে
*সে বলছে=ইতে হয়-ই
*তুমি কি যাবে সেখানে?= তুঁই এন্ডে যাইবেনা?/তুই এডে যাবিনি
*আপনার বাড়ী কোথায়=অনের বাড়ী হডে
*তুমি কোথায় যাবে?=তুঁই হডে যাইবে/তুই হডে যাবি?
*আপনি এখন কি করছেন?=অনে এহন কিত্তে লাইগ্গুন?
*তুমি এখন কি করছ?= তুঁই এহন কিত্তে লাইগ্গু/তুই এহন কিরর/তুই এহন কি গরর?
*তুমি দুপুরে কি দিয়ে ভাত খাও?=তুঁই দুইজ্জে কিদি ভাত হ
*আমি সেখানে গিয়েছিলাম তুমি কি ওখানে গিয়েছিলে?=আঁই ওডে গেলাম তুঁই এডে গেলানা/আই এডে গেলাম তুই এডে গেলিনা?
*ছেলেটি খুব দুষ্ট=পুয়া ইবে বহুত/বোত শতান

0 comments:

Post a Comment