কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের
দুয়াই অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, ছোট একটা সফটওয়্যার
কিন্তু অনেক ধারুন এবং মজার সফটওয়্যার । আসলে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে
সাথে বাড়ছে প্রযুক্তি তৈরি হচ্ছে নতুন নতুন সফটওয়্যার । এই প্রযুক্তির
দিনে মানুষ সব সময় নতুন এবং অপরিচিত জিনিস এর সাথে পরিচিত হতে চায়, তাই আমি
আজ আপনাদের একটি অপরিচিত সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিতে চায়। আরও
অনেক অপরিচিত সফটওয়্যার এখানে
আছে দেখতে পারেন। তাহলে আসুন দেখি অপরিচিত সফটওয়্যার টা কি । ভাল লাগলে
কমেন্ট করে জানাবেন তাহলে আরও নতুন এবং অজানা কিছু সফটওয়্যার নিয়ে হাজির হব
।
এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ডেস্কটপ এ থাকা সব গুল ফাইল এবং
ফুল্ডার সময় নির্বাচন করে হাইড করে দিতে পারবেন Atumatic । যখন আপনি
ডেস্কটপ এ মাউস রাখবেন তখন ফাইল এবং ফুল্ডার Show করবে। কি ধারুন হবে
তাই না? ২৭০ কিলোবাইট সফটওয়্যারটি পোর্টএবল তাই ইন্সটল এর জামেলা নাই।
দেরি না করে ডাউনলোড করে মজা দেখেন