বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশাকরি ভাল আছেন ।
আমরা সাধারনত জাভা গেমস মোবাইলে খেলে থাকি । কিন্তু আজ
আমি আপনাদের যে সফট্ওয়ারটি উপহার দেব সে সফট্ওয়ারটির মাধ্যমে আপনি মোবাইলের জাভা
গেমস আপনার কম্পিউটারে খেলতে পারবেন ।
সফট্ওয়ারটি ডাউনলোড করে শুধু
সফট্ওয়ারটি আপনার কম্পিউটারে ইনস্টল দিবেন । আপনাকে আর কিছু করতে হবে না ।
আপনি আপনার কম্পিউটারের অন্যান্য ফাইল গুলো ডাবল ক্লিক দিয়ে যে ভাবে ওপেন করেন সে
ভাবে আপনার কম্পিউটারে রাখা জাভা গেমস বা সফট্ওয়ার গুলোতে ডাবল ক্লিক করুন দেখবেন
অটোমেটিক জাফা ভাইলটি ওপেন হয়ে যাবে ।
এই জাভা সফট্ওয়ারটিতে ৪ টি স্কিন রেজুলেশন দেয়া আছে । আপনার
ভাভা ফাইলটি যে কোন রেজুলেশনই হোক না কেন আপনি আপনার ইচ্ছামত জাভা ফাইলটির স্কিন
রেজুলেশন চেন্জ করে নিতে পারবেন ।
এই সফট্ওয়ারটির নাম Sjboy Emulator
সফট্ওয়ারটি মাত্র 1MB
সফট্ওয়ারটি
ডাউনলোড করতে
0 comments:
Post a Comment