আপনার ১ গিগা বাইটের মেমোরিকে ২ গিগা বাই্ট করে নিন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের টিউন শুর করছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই আছেন। আজ আমি আপনাদের একটি মজার টিপস দেখাব। কি দেখাব! তা আশা করি বুঝতে পেরেছেন। জ্বী, আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ১ গিগা বাইটের একটা মেমোরিকে ২ গিগাবাইট করবেন। খুবই মজা ও ভাল হবে তাই না? যাক, কথা বেশি বলার দরকার নাই চলুন টিউনে।
Sandisk+1GB+SD+memory+card আপনার ১ গিগা বাইটের মেমোরিকে ২ গিগা বাই্ট করে নিন

কিভাবে কি করবেন?

  • প্রথমে একটি ১ গিগা বাইটের একটি মেমোরি কার্ড নিন।
  • এবার আপনার মেমোরি কার্ডে থাকা ডাটা গুলো ব্যাকআপ করে নিন।
  • এবার Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি চালূ করুন।
  • তাহলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
  • এবার আপনার পিসিতে মেমোরি কার্ড লাগান।
  • এবার ড্রাপ ডাউন লিষ্ট থেকে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি দেখিয়ে দিন।
new+1 আপনার ১ গিগা বাইটের মেমোরিকে ২ গিগা বাই্ট করে নিন
  • ড্রাইভ সিলেক্ট করার পর FIX বাটনে ক্লিক করুন।
  • তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
  • এবার আপনাকে জিজ্ঞাস করবে যে, আপনি ফরম্যাট করবেন কি না!
  • আপনি yes বাটনে ক্লিক করুন, তাহলে ফরম্যাট শুরু হবে।
  • ফরম্যাট করার পর এটি আপনাকে বলবে যে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি খুলে আবার লাগাতে।
  • আপনি আপনার কার্ড রিডার টি খুলে আবার কম্পিউটারে লাগান।
  • তাহলেই আপনার মেমোরি কার্ডের সাইজ ১ গিগা বাই্ট থেকে ২ গিগা বাইটে বৃদ্ধি পাবে।
  • এবার আপনি আপনার কার্ডের প্রোপার্টিজ দেখুন। এক্ষ্রত্রে ফরম্যাট করার আগে ও পরে দেখবেন।
  • এবার আপনি আপনার মেমোরিটি আপনার ব্যবহৃত ফোন লাগিয়ে চেক করে দেখুন।
  • এবার আপনি আপনার থেকে উইন্ডোজে ডিফল্ট অপশন ব্যবহার করে মেমোরিটি একবার ফরম্যাট করুন।
images আপনার ১ গিগা বাইটের মেমোরিকে ২ গিগা বাই্ট করে নিন
এবার আপনি যদি আপনার মোমোরিটিSkimedi Fix 2GB Capacityসফটওয়্যারটি দিয়ে দেখেন দেখবেন ১৯১২ মেগা বাইট।
সফট্ওয়ারটি ডাউনলোড করন

Read more »

সুপারস্ক্রীন-রেকর্ডারঃ ভিডিও টিউটোরিয়াল বানানোর সহজ উপায়

আসসলামুয়ালাইকুম, সবাই কেমন আছেন ? আমি আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে ভালই আছি । কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের ব্লগপোষ্ট । আর এবারের বিষয় হলো ভিডিও টিউটোরিয়াল

ভিডিও টিউটোরিয়াল তৈরীর প্রয়োজনীয়তাঃ
অনেকেই ইউটিউব সহ অন্যান্য ওয়েবসাইটে নানা ধরণের ভিডিও টিউটোরিয়াল দেখে থাকেন । সেগুলো অবশ্যই উপকারী । কারণ পড়ে শেখার চেয়ে বাস্তব দেখে দেখে শিখাই শ্রেয়, কেননা এতে জিনিসটি সহজেই আপনার আমার সকলেরই মাথায় ঢুকে যায় । আর এইটাই ডিজিটাল শিক্ষা প্রদ্ধতি ।
কিন্তু জানেন কি একটু চেস্টা করলে আপনিও বানাতে পারেন এই ভিডিও টিউটোরিয়াল । এতে আপনারা নিজেদের টিউটোরিয়াল শেয়ার করতে পারবেন ইউটিউব সহ সকল ভিডিও শেয়ারিং সাইটে । ফলে টিউটোরিয়ালগুলো পাবে আরো বিচিত্রতা ।
যা দিয়ে বানাবেন ভিডিও টিউটোরিয়ালঃ
ভিডিও টিউটোরিয়াল বানানোর অনেক সফটওয়ার আছে । তার মধ্যে আমার কাছে সুপার স্ক্রিন রেকোর্ডারটাই সবচেয়ে ভালো মনে হয়। জিলসফট প্রডাক্টশন এর বানানো এই সফটওয়ার পারে ভিডিও টিউটোরিয়াল বানানোর দায়িত্ব নিতে । এছাড়াও আরো অনেক সফটওয়ার আছে এ কাজ করার জন্য । আর এ কাজ করার জন্য ব্যবহার করতে পারেন জিলসফটের সুপারস্ক্রীন রেকর্ডার যার প্রকৃত মূল্য $69.95 যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০০ টাকা  ।
কেন ব্যবহার করবেন জিলসফটের সুপারস্ক্রীন রেকর্ডার v4 :
এটি সবচেয়ে সরল ভার্সন । সবাইকে তাই এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো । সফটওয়ারটির কাজ খুব সহজ । যারা কম্পিউটারের Copy-Past করার যোগ্যতা রাখেন তারাও পারবেন এর কাজ ।এতে আপনারা সেট করতে পারবেন আপনাদের পছন্দমত কি-বোর্ড সর্টকাট ।
ব্যবহার করতে পারেন জিলসফটের সুপারস্ক্রীন রেকর্ডার v4.2  ও :
 তেমন কোন বিশেষ পার্থক্য নেই । শুধু আপিয়ারেন্স ভিন্ন । তাছাড়া নতুন ভার্সন বলে আডভান্স কিছু যুক্ত রয়েছে ।
একনজরে ফিচারগুলোঃ
১. এভিআই ফরমেতে রেকর্ডের সুবিধে,
২. ফুল স্ক্রীন, এক্টিভ উইন্ডো সহ সিলেক্টেড অংশ রেকর্ডের সুবিধে,
৩. একাধিক ভিডিও কম্প্রেশান সুবিধে,
৪. মাইক্রোফোন, স্পীকার, লাইন-ইন, অডিও সিডি ইত্যাদি থেকে রেকর্ডের সুবিধ্‌
৫. ইচ্ছেমত মাউস কার্সর পছন্দের সুবিধে,
৬. রেকর্ড, ষ্টপ, পজ এর জন্য হট কি দিলেকশান সুবিধ্‌
৭. অটোপ্যান ফাংশান,
৮. ফ্রেন্ডলি ইন্টারফেস,

Read more »