আজ থেকে একশত বছর আগের কথা, একজন লোক সকালের খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ
তিনি পেপারের একটি কলাম পড়তে গিয়ে থমকে গেলেন এবং একই সাথে ভয়ও পেলেন।
কলামটি ছিল মৃত ব্যক্তিদের তালিকার কলাম। কাগজটি ভুল বশত তার মৃত্যুর খবর
ছাপিয়ে দিয়েছে। এটা দেখে তার প্রথম অভিব্যক্তি হল এরকম,’আমি কি বেঁচে আছি
না মরে গেছি?’
যখন সে একটু সামলিয়ে উঠলো তখন তার মাথায় চিন্তা এল যে,’আচ্ছা পড়েই দেখা
যাক না,লোকেরা আমার ব্যাপারে কে কি বলেছে।’ পেপারে তার মৃত্যুতে বিভিন্ন
মানুষের অভিমত নেয়া হয়েছে। তাদের মধ্যে একজন বলেছে,”তিনি ছিলেন ডিনামাইট
কিং!” আরেকজন বলেছে,”তিনি ছিলেন মৃত্যুর ব্যবসায়ী”।
Read more »