আসা করি সবাই ভালো আছেন। কিছু পদ্ধতি অবলম্বন করে এক্সপি কে আরো বেশি
দ্রুত করা সম্ভব। সেজন্য অবলম্বন করতে হয় বেশ কিছু ট্রিকস। পর্যায়ক্রমে
বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করে দিন:
এক্সপি চালু হওয়ার সময় অনেক ধরনের সার্ভিস বাই-ডিফল্ট চালু হয়ে যায়। এর
মধ্যে কিছু সার্ভিস আছে যা অবশ্যই চালু রাখতে হবে। আর কিছু আছে
ব্যবহারকারী ভেদে প্রয়োজন নাও হতে পারে। আমরা সেই
সব সার্ভিসগুলো বন্ধ করে দিয়ে পিসির পারফরমেন্স বাড়াতে পারি। সার্ভিস কম চালু থাকলে অপারেটিং সিস্টেম দ্রুত লোড হয়, মেমোরী ও বেশী ফ্রী থাকে। তবে একটা ব্যাপারে সতর্ক থাকবেন, না জেনে কোন সার্ভিস বন্ধ করবেন না। এতে অপারেটিং সিস্টেমে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেসব সার্ভিস আমরা বন্ধ করতে পারি:
সব সার্ভিসগুলো বন্ধ করে দিয়ে পিসির পারফরমেন্স বাড়াতে পারি। সার্ভিস কম চালু থাকলে অপারেটিং সিস্টেম দ্রুত লোড হয়, মেমোরী ও বেশী ফ্রী থাকে। তবে একটা ব্যাপারে সতর্ক থাকবেন, না জেনে কোন সার্ভিস বন্ধ করবেন না। এতে অপারেটিং সিস্টেমে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেসব সার্ভিস আমরা বন্ধ করতে পারি:
Automatic Updates:
এই সার্ভিসের কাজ হল ইন্টারনেটের মাধ্যমে মাইক্রোসফটের সার্ভার থেকে
অপারেটিং সিস্টেম কে সব সময় আপডেটেড রাখা। আপনার পিসি যদি ইন্টারনেটে
সংযুক্ত না থাকে তাহলে এটার কোন কাজ নেই। তাই যাদের পিসিতে ইন্টারনেট
সংযোগ নেই তারা এই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন।
Computer Browser:
আপনার পিসি যদি কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত না থাকে তবে এই সার্ভিস বন্ধ রাখতে পারেন।
DHCP Client:
আপনার পিসি যদি কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত না থাকে তবে এই সার্ভিস বন্ধ
রাখতে পারেন। নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকলে ও যদি ম্যানুয়াল আই পি
ব্যবহার করেন তাহলে ও এই সার্ভিস বন্ধ রাখতে পারেন।
DNS Client:
আপনার পিসি যদি কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত না থাকে তবে এই সার্ভিস বন্ধ রাখতে পারেন।
Error Reporting Service:
যাদের পিসিতে ইন্টারনেট সংযোগ নেই তারা এই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন।
Event Log:
যারা এটার ব্যবহার জানেন তারা ছাড়া বাকিরা এটা বন্ধ করে দিতে পারেন।
Help and Support:
জীবনে কখনো উইন্ডোজের হেল্প মেন্যু থেকে কোন হেল্প পেয়েছেন? না পেয়ে থাকলে এই সার্ভিস বন্ধ করে দিন।
IMAPI CD-Burning COM:
যাদের পিসিতে সিডি/ডিভিডি রাইটার নেই চোখ বন্ধ(চোখ বন্ধ করে যদি কাজ করা সম্ভব হয় ) করে এই সার্ভিস বন্ধ করে দিন।
Indexing Service:
যাদের নিয়মিত ফাইল সার্চ করতে হয় তারা ছাড়া বাকিরা বন্ধ করে দিন।
Windows Firewall/Internet Connection Sharing:
যাদের পিসিতে ইন্টারনেট সংযোগ নেই তারা এই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন। ইন্টারনেট থাকলে ও বন্ধ করতে পারেন । এতে মহাভারত অশুদ্ধ হবে না।
Messenger:
আপনার পিসি যদি কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত না থাকে তবে এই সার্ভিস বন্ধ করে দিন।
Print Spooler:
আপনার পিসি থেকে প্রিন্টের কোন কাজ না হলে এই সার্ভিসের তেমন প্রয়োজনীয়তা নেই।
Remote Registry:
আপনার পিসি যদি কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত না থাকে তবে এই সার্ভিস বন্ধ করে দিন। থাকলে ও বন্ধ করতে পারেন।
System Restore Service:
কখনো কারো কাজে লেগেছে শুনিনি। বরঞ্চ কিছু ভাইরাস এই সার্ভিসের অপব্যবহার করে। বন্ধ করে দিন।
Themes:
এটা বন্ধ করে দিলে এক্সপির চেহারা অনেকটা উইন্ডোজ ২০০০ এর মত হয়ে যাবে।
Windows Image Acquisition:
পিসির সাথে স্ক্যানার না থাকলে প্রয়োজন নেই।
Wireless Zero Configuration:
ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহারকারী ছাড়া বাকি সবাই বন্ধ করে দিন।
অনেক কিছু বলে ফেললাম এবার আসল কথাটা বলি। সার্ভিস ম্যনেজার রান করার
জন্য Start -> Run এ services.msc লিখে এন্টার দিন। কোন একটা সার্ভিস
বন্ধ করতে চাইলে সেই সার্ভিসের উপর ডাবল ক্লিক দিন। Startup Type:
Disabled নির্বাচন করে Apply দিন।
0 comments:
Post a Comment