একটি নতুন গবেষণায় দেখা গেছে যে, নারী জনসংখ্যার অর্ধেকেরই অধিক মহিলা
একে অন্যের প্রতি আকৃষ্ট। একটি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, মহিলারা জন্মের
পর থেকেই প্রাকৃতিকগত ভাবেই একে অপরের প্রতি আকৃষ্ট থাকে। বয়স বাড়ার সাথে
সাথে এটি বাড়তে থাকে।
বইসি স্টেট ইউনিভার্সিটি ৪৮৪ জন মহিলার উপরে গবেষনা চালিয়ে দেখেন যে, এর
মাঝে ৬০ ভাগই অন্য মহিলার প্রতি যৌন দিক থেকে আকৃষ্ট, ৪৫ ভাগ অন্য মহিলাকে
চুম্বণ করেছে এবং ৫০ ভাগ অন্য মহিলার সাথে সেক্স করতে চায়।
এলিজাবেথ মরগ্যান নামে মনোবিজ্ঞান একজন অধ্যাপক মনে করেন যে, অনেক মহিলাই
অন্য মহিলার প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেয়ে বেশি কিছু অনুভব করে।
ডেইলি মেইলের তথ্যনূসারে, “মহিলারা ইমোশনালি একে অপরের প্রতি কাছে আসে
এবং এটি অন্তরঙ্গতা এবং রোমান্টিক অনুভূতি বিকাশ জন্য একটি সুযোগ প্রদান
করে।- বলেন একজন অধ্যাপক।
0 comments:
Post a Comment