মোবাইল থেকে আপনার SIS & SISX ফাইল ইডিট করুন ছোট্ট একটি সফট্ওয়ার দিয়ে (S60v3 সিম্বিয়ান মোবাইলের জন্য)


বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । নিশ্চয় ভাল ।
 আমি আপনাদের আজ আপনার S60V3 বা সিম্বয়ান মোবাইলের জন্য একটি সফট্ওয়ার উপহার দেব । এই সফট্ওয়ারটির মাধ্যমে আপনি আপনার সিম্বিয়ান মোবাইলের SIS বা SISX গেমস,সফট্ওয়ার ইডিট করতে পারবেন । অনেক সময় দেখা যায় SIS বা SISX গেমস বা সফট্ওয়ার যখন আপনি আপনার মোবাইলে ইনস্টল দিবেন তখন আপনার মোবাইলের তারিখ/মাস/বছর পাল্টাতে বলে কারণ সফট্ওয়ার গুলো যখন ডিভলপাররা তৈরী করে তখন তারা সফট্ওয়ার গুলো ইনস্টলের একটি নির্দিষ্ট সময় দেই । সেই জন্য যখন কোন সফট্ওয়ারের সময় বা মেয়াদ শেষ হয়ে যায় তখন আপনার মোবাইলের তারিখ/মাস/বছর পাল্টাতে বলে । কোন সফট্ওয়ারের কত তারিখ দিলে তা মোবাইলে ইনস্টল হবে তা আপনি এই সফট্ওয়ারের মাধ্যমে দেখতে পারবেন । তাছাড়া আপনি এই সফট্ওয়ারের মাধ্যমে SIS বা SISX ফাইল নিজের ইচ্ছামত ইডিট করতে পারবেন ।

সফট্ওয়ারটি ডাউনলোড করতে

0 comments:

Post a Comment