মোস্তফা গেমস কম্পিউটারের জন্য (গেমটি না খেললে মিস করবেন)



বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । নিশ্চয় ভাল আছেন ।
এই ভাল থাকার মাঝে আমি আপনাদের আরও ভাল করে তুলবো খুব সুন্দর একটি গেমস উপহার দিয়ে ।
এই গেমসটি অনেকেই  এলাকার আশে পাশে গেমসের দোকানে কয়েন দিয়ে খেলে থাকবেন । আমিও ছোট থাকতে টাকা দিয়ে এই গেমসটি খেলতাম । এভাবে অনেক টাকা নষ্ট করছিলাম । কিন্তু আজ আমি আপনাদের মাঝে কয়েন দিয়ে খেলা সেই জনপ্রিয় গেমসটি উপহার দেব । গেমসটির পুরো নাম হল Cadillacs & Dinosaurs কিন্তু আমরা এটিকে Mustapha নামে চিনি । যারা গেমসটি খেলেছেন তারা তো মজা পাবেনই আর যারা নতুন গেমসটি ডাউনলোড করে খেলবেন তারাও খুব মজা পাবেন ।
গেমসটি মাত্র 4.540kb ।
গেমসটি প্রথমে আপনারা ইনস্টল করবেন । ইনস্টল করার পর Start Menu -> All Programs-> Mustapha তে গিয়ে Open করুন এবং নিচের ফটো গুলো অনুসরন করুনঃ
গেমসটি Open করার পর আপনার ডেস্কটপে কাল স্কীন আসবে । তারপর আপনি নিচের দেয়া ফটোর মত আপনার মাউসটি ডেস্কটপের উপরে বাম কোণাতে নিয়ে গিয়ে একটি ক্লিক করুন তারপর Game লেখাটি আসবে সেখানে ক্লিক করে Load এ ক্লিক করুন ।

Load এ ক্লিক করার পর নিচের ফটোর মত একটি স্কীন আসবে ।

 সেখান থেকে Cadillacs & Dinosaurs লিখাটিতে ক্লিক করুন । ক্লিক করার পর Load এ ক্লিক করুন । এখন Enjoy করুন কয়েন দিয়ে খেলা মোস্তফা গেমস একদম ফ্রীতে ।
গেমসটি খেলার জন্য আপনি F1 ,F2 ,Up ,Down ,Left ,Right ,Alt and Ctrl বাটন ব্যবহার করুন ।



0 comments:

Post a Comment