ইন্টারনেটে অর্থ আয় পর্ব ১ (অনলাইনে ইনকামের বাস্তবতা)


বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশাকরি ভাল আছেন ।
অনলাইন ইনকাম মানে ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে অর্থ উপার্জন ব্যবস্থা । বর্তমান তথ্য প্রযুক্তির মহাযুগে টা খুবই আলোচিত একটি বিষয় । তবে ইন্টারনেট থেকে অর্থ উপার্জনের খাতটি এখন আর স্বপ্নের কোন বিয়ষ নয় । আপনার একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ থাকলেই নিজেই চেষ্ট করতে পারবেন অনলাইনে ইনকামের । তবে আপনাকে জানতে হবে এর সঠিক পদ্ধতি ও ব্যবহার । শুধু টাকা
উপর্জন করলেই চলবে না । এই সাথে সেই টাকা দেশে বসে পাওয়ার ব্যবস্থা থাকতে হবে ।
মাত্র কিছুদিন আগেই এই অনলাইনে ইনকামের ব্যবস্থার পুরো পদ্ধতি এক শ্রেণীর ব্যবসায়ীদের হাতে একচেটিয়া ভাবে ছিল । তারা বিভিন্ন পদ্ধতিতে ইন্টারনেট থেকে কাজ সংগ্রহ করতো এবং সেই কাজ খুবই কমরেটে করিয়ে নিতো বাংলাদেশের ব্যবহারকারীদের দিয়ে । অঅবশ্য এই কাজটি এখনও করা হয় তৃতীয় বিশ্বের জনবহূল বেকার জনগোষ্ঠির ব্যবহার করে। এর ফলে সমাজের এক শ্রেনীর বিশেষজ্ঞরা হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার ডলার । অথচ সামান্য জ্ঞানের অভাবে আপনি বা আমরা সেটার সুযোগ নিতে পারছেন না ।
বন্ধুরা আজ এ পর্যন্তই । দেখা হবে আগামী পোস্টে ।
 জনিনা পোস্টটি আপনাদের কেমন লাগলো যদি ভাল লাগে কমেন্ট করতে ভুলবেন না ।

0 comments:

Post a Comment