সুপারস্ক্রীন-রেকর্ডারঃ ভিডিও টিউটোরিয়াল বানানোর সহজ উপায়

আসসলামুয়ালাইকুম, সবাই কেমন আছেন ? আমি আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে ভালই আছি । কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের ব্লগপোষ্ট । আর এবারের বিষয় হলো ভিডিও টিউটোরিয়াল

ভিডিও টিউটোরিয়াল তৈরীর প্রয়োজনীয়তাঃ
অনেকেই ইউটিউব সহ অন্যান্য ওয়েবসাইটে নানা ধরণের ভিডিও টিউটোরিয়াল দেখে থাকেন । সেগুলো অবশ্যই উপকারী । কারণ পড়ে শেখার চেয়ে বাস্তব দেখে দেখে শিখাই শ্রেয়, কেননা এতে জিনিসটি সহজেই আপনার আমার সকলেরই মাথায় ঢুকে যায় । আর এইটাই ডিজিটাল শিক্ষা প্রদ্ধতি ।
কিন্তু জানেন কি একটু চেস্টা করলে আপনিও বানাতে পারেন এই ভিডিও টিউটোরিয়াল । এতে আপনারা নিজেদের টিউটোরিয়াল শেয়ার করতে পারবেন ইউটিউব সহ সকল ভিডিও শেয়ারিং সাইটে । ফলে টিউটোরিয়ালগুলো পাবে আরো বিচিত্রতা ।
যা দিয়ে বানাবেন ভিডিও টিউটোরিয়ালঃ
ভিডিও টিউটোরিয়াল বানানোর অনেক সফটওয়ার আছে । তার মধ্যে আমার কাছে সুপার স্ক্রিন রেকোর্ডারটাই সবচেয়ে ভালো মনে হয়। জিলসফট প্রডাক্টশন এর বানানো এই সফটওয়ার পারে ভিডিও টিউটোরিয়াল বানানোর দায়িত্ব নিতে । এছাড়াও আরো অনেক সফটওয়ার আছে এ কাজ করার জন্য । আর এ কাজ করার জন্য ব্যবহার করতে পারেন জিলসফটের সুপারস্ক্রীন রেকর্ডার যার প্রকৃত মূল্য $69.95 যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০০ টাকা  ।
কেন ব্যবহার করবেন জিলসফটের সুপারস্ক্রীন রেকর্ডার v4 :
এটি সবচেয়ে সরল ভার্সন । সবাইকে তাই এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো । সফটওয়ারটির কাজ খুব সহজ । যারা কম্পিউটারের Copy-Past করার যোগ্যতা রাখেন তারাও পারবেন এর কাজ ।এতে আপনারা সেট করতে পারবেন আপনাদের পছন্দমত কি-বোর্ড সর্টকাট ।
ব্যবহার করতে পারেন জিলসফটের সুপারস্ক্রীন রেকর্ডার v4.2  ও :
 তেমন কোন বিশেষ পার্থক্য নেই । শুধু আপিয়ারেন্স ভিন্ন । তাছাড়া নতুন ভার্সন বলে আডভান্স কিছু যুক্ত রয়েছে ।
একনজরে ফিচারগুলোঃ
১. এভিআই ফরমেতে রেকর্ডের সুবিধে,
২. ফুল স্ক্রীন, এক্টিভ উইন্ডো সহ সিলেক্টেড অংশ রেকর্ডের সুবিধে,
৩. একাধিক ভিডিও কম্প্রেশান সুবিধে,
৪. মাইক্রোফোন, স্পীকার, লাইন-ইন, অডিও সিডি ইত্যাদি থেকে রেকর্ডের সুবিধ্‌
৫. ইচ্ছেমত মাউস কার্সর পছন্দের সুবিধে,
৬. রেকর্ড, ষ্টপ, পজ এর জন্য হট কি দিলেকশান সুবিধ্‌
৭. অটোপ্যান ফাংশান,
৮. ফ্রেন্ডলি ইন্টারফেস,

0 comments:

Post a Comment