Start Menu থেকে “All Programms” অপশনটি মুছে ফেলুন।



আমরা সবাই জানি যে কোনো সফটওয়্যার ইন্সটল করার পর Start Menu এর All Programs এ গিয়া যুক্ত হয়, তা নতুন করে বলার কোনো বিষয় না। তবে আপনি চাইলেই Start Menu থেকে All programs অপশনটি মুছে ফেলতে পারেন যাতে কেও কোনো প্রোগ্রামে ঢুকতে না পারে।

তার জন্য আপনাকে যা যা করতে হবেঃ-
প্রথমে Start Menu তে গিয়ে Run এ ক্লিক করুন অথবা Ctrl+R প্রেস করুন এবং regedit লিখে এন্টার প্রেস
করুন Registry Editor খুলবে।
তারপর যথাক্রমেঃ-
KEY_CURRENT_USER\ Software\ Microsoft\ Windows\ CurrentVersion\ Policies\ Explorer অথবা
HKEY_LOCAL_MACHINE\ Software\ Microsoft\ Windows\ CurrentVersion\ Policies\ Explorer এ যান।
তারপর ডানে প্যানেল থেকে রাইট ক্লিক করে একটি new DWORD ভ্যালু তৈরী করে নাম এর ঘরে
NoStartMenuMorePrograms লিখুন, ডাটা টাইপ REG_DWORD (DWORD Value)
ভ্যালু ডাটা 0 দেয়া আছে ঐখানে 0 টি মুছে 1 লিখে modify করুন।
এখন registry editor বন্ধ করে কম্পিউটার restart করুন। দেখুন All Programs অপশনটি Start Menu থেকে মুছে গেছে।
আপনি যদি All Programs অপশনটি আবার আগের জায়গাই ফিরিয়ে আনতে চান তাহলে ঠিক আগের মত registry editor ওপেন করে ভ্যালু ডাটা 0 বানিয়ে দিন All Programs অপশনটি আগের জায়গাই ফিরে যাবে।

0 comments:

Post a Comment